বিজ্ঞাপন

Header ADS

শিরোনামহীন কবিতা - ০১।।কবি : বি. এম. ইউনুছ




শিরোনামহীন কবিতা - ০১

কবি ঃ বি. এম. ইউনুছ


নিথর নিস্তব্দ মনে,
বসে আছি  অন্ধকারে  একমনে,
ভাবতেছি পুরানো কথা আর,
দিতেছো মনে দোলা ক্ষণেক্ষণে।

যে সপ্ন দেখিয়ে,
 রেখেছো এতকাল,
ভুল করে ভুল বুঝে,
তা হারালে ‍ চিরকাল।

আমার হয়তো না হলো,
তোমার বদন দেখা,
তাই বলে ভেবোনা আমি,
থাকবো কেমনে একা?

অন্ধকারে  আমি যাবোনা হারিয়ে,
ধরবোনা কারো পিছু,
খারাপ ‍ কিছু ছুঁবনা কভুও,
হবোনা কভুও নিচু।

তুমি হয়তো ভাববেনা আমায়,
বলবেনা কোনো কথা,
তাহা বলে ধরে নিওনা, আমি,
পাবো কোনো ব্যাথা !

(সংগৃহীতঃ আমার লেখা ডায়েরি থেকে)


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.