Chokher Aral Holeo (চোখের আড়াল হলেও) By Poppy From The Album Ecche kore Lyrics//Mirror বাংলা ।
Chokher Aral Holeo (চোখের আড়াল হলেও) By Poppy From The Album Ecche kore Lyrics
Title : Chokher aral holeo (চোখের আড়াল হলেও)
Artist : Poppy (পপি)
Album : Ecche kore (ইচ্ছে করে)
Download : Chokher aral holeo
চোখের আড়াল হলেও আমি,
তোমার আছি সারাক্ষণ
অনেক অনেক ভালবাসে,
তোমায় আমার মন।।
যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।
গভীর রাতে তুমি আমি,
যখন ঘুমে থাকি
হৃদয় দুটো এক হয়ে যায়,
যেমনেতে রাখি।।
যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।
ভুল করিলে তুমি বন্ধু,
কর আমায় শাসন
কোন কিছু না বুঝে,
ভেঙ্গ না এই মন।।
যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।
Lyrics were collected from album.
For more song lyrics please like, comments and follow our website. Thank You