বিজ্ঞাপন

Header ADS

ফুল নিয়ে কবিতা ও বিখ্যাত উক্তিসমূহ।




ফুল নেয়া ভাল নয়

- জসীমউদ্দীন

ফুল  নেয়া ভালো নয় মেয়ে।
ফুল নিলে ফুল ‍ দিতে হয়,
ফুলের মতো প্রাণ  দিতে হয়।
যারা ফুল নিয়ে যায়,
যারা ফুল ‍ দিয়ে যায়,
তারা ভুল দিয়ে যায়।
তারা কুল নিয়ে যায়।
তুমি ফুল, মেয়ে! বাতাসে ভাঙিয়া পড়
বাতাসের ভরে দলগুলি নড়বড়।
ফুলের ভার যে পাহাড় বহিতে নারে
দখিনা বাতাস নড়ে উঠে বারে বারে।
ফুলের ভারে যে ধরণী দুলিয়া উঠে,
ভোমর পাখার আঘাতে মাটিতে লোটে।
সেই ফুল তুমি কেমনে বহিবে তারে,
ফুল তো কখনো ফুলকে বহিতে নারে!


ফুল বিষয়ক বিখ্যাত লাইনসমূহঃ

১. “ফুল ফুটুক আর নাই ফুটুক 
আজ বসন্ত” .....সুভাষ মুখোপাধ্যায় 


৩. “একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি 
মোরা একটি ফুলের স্বধীনতার জন্য যুদ্ধ করি”...আপেল মাহমুদ



৪. “বাতাস তখনই হয় সুরভি যখন তা বন্ধ হয় ফুলের বুকে” -- আল্লামা ইকবাল 



৫. “ভোরের হাওয়ায় , কান্না পাওয়ায় তব ম্লান ছবি 
ফুলের জলশায় নীরব কেনো কবি”....কাজী নজরুল





৬. “আমি কবি, তাই আঘাত ও করি ফুল দিয়ে”....কাজী নজরুল 



৭. “আমি কবি, তাই আঘাত ও করি ফুল দিয়ে”....কাজী নজরুল 



৮. “আমি কবি, তাই আঘাত ও করি ফুল দিয়ে” .....কাজী নজরুল 



৯. “আমি কবি, তাই আঘাত ও করি ফুল দিয়ে”.....কাজী নজরুল




১০. “ফুল ভেঙে দিলো দুটি মানুষের ভুল” .... বি . এম. ইউনুছ


১১. “ফুলকে ভালোবেসে ফেলে দিও না ,মানুষকে ভালোবেসে ভুলে যেও না “ ....প্রচলিত কথা





 তথ্যসংগ্রহেঃ

লেখক ও সম্পাদক: অভয়া





৪টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.