বিজ্ঞাপন

Header ADS

Poem for our Followers ! অভয়া একাডেমির সকল ফলোয়ারদেরকে শু- স্বাগতম।



স্বাগতম হে মহাজ্ঞানী আমার ছোট ঘরে, চলে যেওনা আমায় ছেড়ে, যদিও ঘর নড়বড়ে। আমি হয়তো পারবোনা তোমার , চিত্তের খোড়াক জোগাতে তাই বলে ভেবোনা আমি, ডাকবো না তোমায় প্রভাতে। থাকবো আমি সদা - সর্বদা দিয়ে কিছু আপলোড ভালো লাগলে লাইক, কমেন্টস্ দিয়ো, দিয়ো কিছু ডাউনলোড। দোসরকে বলো শেয়ার করে, সাবসক্রাইব যেনো করে, মনে রেখো আমায় তোমরা, যাইগো যদি দূরে। নতুন কিছু পাওয়ার প্রত্যায়ে, চোখ রেখো এ ঘরে, মতামত দিয়ো, পরামর্শ দিয়ো ই- মেইলেকে মাধ্যম করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.