জেলের গান । সময়ের সেরা কষ্টের গান। জেল হলো দুনিয়ার জাহান্নাম!
জেলের গান-০১
জেলে
কি জ্বালা ভাইরে… জেলে কি জ্বালা…
কতদিন
যাবত মোরা জেল গেটে তালা
মা
–
বাপ- ভাই বন্ধু ছাড়া ছিলাম ভাই জিন্দা মরা
কয়েদি,
হাজতি আর আসামীরা….বন্দী মোরা….
জেলে
কি জ্বালা ভাইরে জেলে কি জ্বালা
কতদিন
যাবত মোরা জেল গেটে তালা….
সকালবেলা
জেলে রুটি দেয় একটা
তাই
দেখে ভেঙ্গে যায় আমার এই বুকটা
আর
কতদিন জেলে রব যে আটকা….
মনে
হয় ভেঙ্গে ফেলি জেলের মেইন গেইটা….
ছিলনা
মনে শান্তি…টেনশনে আসে ক্লান্তি…
বুকভরা
জ্বালা নিয়ে অসহায়… অসহায়
জেলে
কি জ্বালা ভাইরে জেলে কি জ্বালা
কতদিন
যাবত মোরা জেল গেটে তালা….
কপাল
দোষে শেষে জেলের আসামী
কতযে
কেঁদেছি
…দিনে আর রাত্রি..(২)
গানটি সংগৃহীত
কোন মন্তব্য নেই