বিজ্ঞাপন

Header ADS

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি)

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি)


আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।
তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি, 
রক্ত জবার মত তোমার মুখ।

প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি,
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
বানতাম না আর তোর আশায় বুক।

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
দেখতাম না আর তোর মায়া মুখ।

আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।।
তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা,
ডুবে যায় যে তোমার বেলা
তোমার আশায় পাইলাম না ঐ সুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।



To Watch on You Tube just click your mouse button bellow:

 1. https://www.youtube.com/watch?v=JIff0GzW9jQ

2. https://www.youtube.com/watch?v=v4sXJhD-NK0

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.