বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি কবিতা। একবার পড়ুন আর হারিয়ে যান ক্রিকেট রাজ্যে
কবি : বি. এম. ইউনুছ
ক্রিকেটাররা এ দেশের গৌরব,
দেশে আর বিদেশে ছড়ায় তাঁরা,
বাংলাদেশের সৌরভ।
ক্রিকেটাররা এ দেশের প্রাণ,
সর্বত্র রাখে তাঁরা,
বাংলাদেশের সম্মান।
ক্রিকেটাররা এ দেশের সূর্য সন্তান,
পুরো বিশ্ব জুড়ে তাঁদের,
দূরান্ত বিস্তরণ।
ক্রিকেটাররা এদেশের আরেক মুক্তিবাহিনী,
অনেক দেশকে পরাজিত করে,
ছিনিয়ে আনে বিজয়,
আমরা তাই জানি।
ক্রিকেট এ দেশকে নিয়ে গেছে,
অনেক - অনেক দূরে,
ক্রিকেট বন্দনা এ দেশে,
থাকবে যুগযুগ ধরে।
জয় হোক ক্রিকেটের,
জয় হোক ক্রিকেটারদের,
জয় - ই হোক তাঁদের কাম্য।
ক্রিকেট - ই পারে গড়তে বিশ্বে,
সম্প্রীতির মহাকাব্য
(আমার লেখা কবিতা থেকে সংগৃহীত)