ইতিহাসের এই দিনে – ১১ই ফেব্রুয়ারি
আজ রবিবার । ১১ই ফেব্রুয়ারি ২০১৮। ২৯ মাঘ ১৪২৪। ২৪ জমাদিউল আউয়াল ১৪৩৯। এ দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাসমূহ নিয়ে অভয়া - র নিয়মিত আয়োজন “ইতিহাসের এই দিনে ১১ই ফেব্রুয়ারি”।
ঘটনাবলী
- ১৬৩৫ সালের এই দিনে দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।
- ১৭৫২ সালের এই দিনে বেঞ্জামিন ফ্রাংকলিন কর্তৃক যুক্তরাস্ট্রের ১ম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করা হয়।
- ১৭৯৪ সালের এই দিনে যুক্তরাস্ট্রের সিনেটের ১ম অধিবেশন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
- ১৭৯৮ সালের এই দিনে ফরাসি বাহিনী রোম দখল করে নেয়।
- ১৮৭৮ সালের এই দিনে ব্রিটিশ আবহাওয়া দফতর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে।
- ১৯১০ সালের এই দিনে নেপোলিয়ন অস্ট্রিয়ার মেরী লুইকে বিয়ে করেন।
- ১৯১৬ সালের এই দিনে জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেয়ায় ইমা গোল্ডম্যান গ্রেফতার হন।
- ১৯১৯ সালের এই দিনে জার্মানীর প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত হন।
- ১৯২২ সালের এই দিনে কুকুরের উপর সফলভাবে ইনসুলিন প্রয়োগ করে চিকিৎসার কথা ঘোষণা করা হয়।
- ১৯২৯ সালের এই দিনে ভ্যাটিকান সিটির স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে।
- ১৯২৯ সালের এই দিনে মুসোলিনীর নেতৃত্বাধীন ইতালি এবং পোপ একাদশ পায়াসের সচিব কার্ডিনাল গ্যাসপারির মধ্যে ল্যাটারান প্রাসাদে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৩৭ সালের এই দিনে ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি ঘটে।
- ১৯৪৩ সালের এই দিনে ২য় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত হন।
- ১৯৪৫ সালের এই দিনে ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।
- ১৯৫৩ সালের এই দিনে ইসরাইলের সাথে সোভিয়েট ইউনিয়ন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
- ১৯৫৩ সালের এই দিনে গ্রীস এবং তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু হয়।
- ১৯৬৪ সালের এই দিনে তাইওয়ান ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।
- ১৯৭৮ সালের এই দিনে চীন কর্তৃক এরিস্টটল, সেক্সপিয়র এবং ডিকেন্সের উপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
- ১৯৭৯ সালের এই দিনে আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনী’র নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা লাভ করে।
- ১৯৯০ সালের এই দিনে সাতাশ বছর কারাভোগের পর দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলার মুক্তি লাভ করেন।
জন্ম
- ১৭৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইওয়ানিস কাপডিস্ট্রিয়াস, তিনি ছিলেন গ্রিক রাজনীতিবিদ ও ১ম গভর্নর।
- ১৮৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস আলভা এডিসন, তিনি ছিলেন মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী।
- ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি ছিলেন একজন বাঙালি কবি ও ছড়াকার।
- ১৯১১ সালের এই দিনে বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্ম গ্রহণ করেন।
- ১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড হ্যামিং, তিনি ছিলেন মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম মরিস বিল লরি, তিনি সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউকিয়ো হাটয়ামা, তিনি জাপানি প্রকৌশলী ও রাজনীতিবিদ ও ৬০ তম প্রধানমন্ত্রী।
- ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেব বুশ, তিনি আমেরিকার ব্যাংকার ও রাজনীতিবিদ।
- ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারযিহ্ ভাহিড-ডাস্টজেরদি ইরানের শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
- ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সারাহ লুইস হিথ প্যালিন, তিনি আমেরিকান সমাজ কর্মী ও রাজনীতিবিদ।
- ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারগ ভিকেরনেস, তিনি নরওয়েজিয়ান গিটার ও গীতিকার।
- ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাফায়েল ভ্যান ডার ভারট, তিনি ডাচ ফুটবলার।
মৃত্যু
- ০২৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় গরডিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
- ০৬৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হিরাক্লিয়াস, তিনি ছিলেন বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট।
- ১৬৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রনে দেকার্ত, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও দার্শনিক।
- ১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সের্গে আইজেনস্টাইন, তিনি ছিলেন সোভিয়েত চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র তাত্ত্বিক।
- ১৯৬২ সালের এই দিনে সাহিত্যিক ও সম্পাদক সজনীকান্ত দাস মৃত্যুবরণ করেন।
- ১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সিলভিয়া প্ল্যাথ, তিনি ছিলেন আমেরিকান কবি ও ঔপন্যাসিক।
- ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োহানেস হ্যান্স ডানিয়েল ইয়েনসেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
- ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সৈয়দ মুজতবা আলী, তিনি ছিলেন বাংলাদেশী বাঙালি সাহিত্যিক।
- ১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফখরুদ্দিন আলি আহমেদ, তিনি ছিলে ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
- ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি মারটিন্সন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ নাবিক ও লেখক।
- ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তাকাশি শিমুরা, তিনি ছিলেন জাপানি অভিনেতা।
- ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ওয়িলিয়াম হলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।
- ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড যিজাই, তিনি ছিলেন আলবেনিয়ান ফুটবল খেলোয়াড়।
সংগৃহীত
কোন মন্তব্য নেই