ইতিহাসের এই দিনে – ১৩ই ফেব্রুয়ারি
আজ মঙ্গলবার । ১৩ ই ফেব্রুয়ারি ২০১৮। ২৬ জমাদিউল আউয়াল ১৪৩৯। এ দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাসমূহ নিয়ে অভয়া - র নিয়মিত আয়োজন “ইতিহাসের এই দিনে ১৩ ই ফেব্রুয়ারি”।
বিশেষ দিবস
- আন্তর্জাতিক রেডিও দিবস।
- বিশ্ব কিস দিবস।
ঘটনাবলী
- ১২৫৭ সালের এই দিনে হালাকু খানের মোঙ্গল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে।
- ১৬০১ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন করে।
- ১৬৩৩ সালের এই দিনে ইতালির দার্শনিক, জ্যোর্তিবিদ, গাণিতিক গ্যালিলিও ইনকুইজিশনের পূর্বে বিচারের জন্য রোমে আগমন করেন।
- ১৭৩৯ সালের এই দিনে কারনালের যুদ্ধে ইরানি শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
- ১৭৮৮ সালের এই দিনে ওয়েস্ট মিনিস্ট্রিতে ওয়ারেন হেস্টিংসের বিচার শুরু হয়।
- ১৮৩২ সালের এই দিনে লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব ঘটে।
- ১৮৮০ সালের এই দিনে টমাস আলভা এডিসন এডিসন এফেক্ট পর্যবেক্ষণ করেন।
- ১৮৮২ সালের এই দিনে কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১৮৯০ সালের এই দিনে বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩১ সালের এই দিনে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন হয়।
- ১৯৩৪ সালের এই দিনে সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।
- ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি ঘটে।
- ১৯৪৫ সালের এই দিনে মিত্র বাহিনী জার্মানির ড্রেসডেন শহরের উপর মারাত্মক বিমান হামলা করে।
- ১৯৫৫ সালের এই দিনে ইসরায়েল সাতটি ডেড সী স্ক্রলের মধ্যে চারটি লাভ করে।
- ১৯৬০ সালের এই দিনে ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে।
- ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭২ সালের এই দিনে ঢাকা-মস্কো সরাসরি টেলিযোগাযোগ স্থাপিত হয়।
- ১৯৮২ সালের এই দিনে গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যা সংঘটিত হয়।
- ১৯৯০ সালের এই দিনে জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুইস্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।
- ১৯৯১ সালের এই দিনে তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- ১৯৯১ সালের এই দিনে উপসাগরীয় যুদ্ধে দুইটি লেজার নিয়ন্ত্রিত বোমার আঘাতে বাগদাদের আমিরিয়া বাংকার ধ্বংস হয়। এতে ৪০০ জনেরও বেশি ইরাকি বেসামরিক লোক নিহত হলেও মিত্রবাহিনী দাবি করে যে বাংকারটি সামরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছিল।
- ২০০৭ সালের এই দিনে সংশোধিত জরুরি ক্ষমতাবিধি জারি করে সরকার।
জন্ম
- ০৭১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমু, তিনি ছিলেন জাপানের সম্রাট।
- ১৫৯৯ সালে এই দিনে পোপ সপ্তম আলেক্সান্ডার জন্ম গ্রহণ করেন।
- ১৭৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভান ক্রয়লভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক, কবি ও নাট্যকার।
- ১৮০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার গুস্তাভ লেজেউনে ডিরিচকেট, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও অধ্যাপক।
- ১৮৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সরোজিনী নাইডু, তিনি ছিলেন ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী।
- ১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেস ট্রুমান, তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৫তম ফার্স্টলেডি।
- ১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রান্ট উড, তিনি ছিলেন আমেরিকান চিত্রশিল্পী ও একাডেমিক।
- ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট এইচ. জ্যাকসন, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, বিচারক ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ৫৭তম এটর্নি জেনারেল।
- ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ আমেরিকান পদার্থবিদ।
- ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফয়েজ আহমেদ ফয়েজ, তিনি ছিলেন পাকিস্তানি কবি ও সাংবাদিক।
- ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খালিদ বিন আবদুল আজিজ, তিনি ছিলেন সৌদি আরবের বাদশাহ।
- ১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অং সান, তিনি ছিলেন মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।
- ১৯২১ সালের এই দিনে বাংলা সাহিত্যের গবেষক ও প্রাবন্ধিক আহমদ শরীফ জন্মগ্রহণ করেন।
- ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেরাল্ড রিগান, তিনি ছিলেন কানাডীয় আইনজীবী ও রাজনীতিবিদ, নোভা স্কটিয়ার ১৯তম প্রিমিয়ার।
- ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাজীউল হক, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক।
- ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ সেগাল, তিনি আমেরিকান অভিনেতা।
- ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেরনিলা আগস্ট, তিনি সুইডিশ অভিনেত্রী, পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিহাই লেউ, তিনি রোমানিয়ান মুষ্টিযোদ্ধা।
- ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবি উইলিয়ামস, তিনি ইংরেজ গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেতা।
- ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাফায়েল মার্কেজ, তিনি মেক্সিক্যান ফুটবলার।
- ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলজের এলিয়া, তিনি ডাচ ফুটবলার।
মৃত্যু
- ০৯৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মদ ইবনে রফিক, তিনি ছিলেন ইসলামী সামরিক কর্মকর্তা।
- ১৫৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেনভেনুটো কেলিনি, তিনি ছিলেন ইতালিয়ান চিত্রশিল্পী ও ভাস্কর।
- ১৮৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড ওয়াগনার, তিনি ছিলেন জার্মান পরিচালক ও সুরকার।
- ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন লুকাসিওিচয, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত আইরিশ গণিতবিদ ও দার্শনিক।
- ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ রউয়াউল্ট, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
- ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওস্তাদ আমির খাঁ, তিনি ছিলেন ভারতীয় গায়ক।
- ১৯৭৭ সালের এই দিনে সাংবাদিক আবদুস সালাম ইন্তেকাল করেন।
- ১৯৮৫ সালের এই দিনে ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আততায়ীদের গুলিতে নিহত হন।
- ১৯৮৬ সালের এই দিনে নারী আন্দোলনের অন্যতম কর্মী আশালতা সেন মৃত্যুবরণ করেন।
- ১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আরনো ব্রেকের, তিনি ছিলেন জার্মান ভাস্কর।
- ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার ফ্রেডরিক স্ট্রাওসন, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক।
- ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুমায়ুন ফরীদি, তিনি ছিলেন বাংলাদেশী অভিনেতা, মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।
- ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রালফ ওয়াইটে, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও পরিচালক।
সংগৃহীত
কোন মন্তব্য নেই