বিজ্ঞাপন

Header ADS

শিরোনামহীন কবিতা - ০৩



শিরোনামহীন কবিতা - ০৩
কবি :  বি. এম. ইউনুছ


আর কভু আসবো না ফিরে,
বাসবো না তোমায় ভালো,
যেথায় খুশি যেমন খুশি,
তোমার প্রদীপ জ্বাল


কাছে কভু -ও আসব না তোমার,
থাকব না তোমার পাশে,
এই মনটা কাঁদবে না আর,
কাঁদবে না তোমার আশে !


ভাববো না কোনো-দিন তোমায় নিয়ে,
ভাসবো না চোখের জলে ,
মনটাকে না হয় বেঁধেই রাখবো ,
মন মহূয়ার দলে।


পদতল আমার ফেলবে না পদ,
তুমি আছো যেথা,
নজর আমার পড়বে না কভুও
ভালো থাকো সেথা।

Blogger দ্বারা পরিচালিত.