বিজ্ঞাপন

Header ADS

শিরোনামহীন কবিতা -০২



শিরোনামহীন কবিতা - ০২
কবি :  বি. এম. ইউনুছ


রাতগুলো না হয় জেগেই রবি !
নেত্রকোণে জমবে জল,
আমায় ছাড়া ঐ জীবনটা,
কেমনে কাটাবি বল?


আমার না হয় বালাই হবে
তোর হবে কী বল!
সময় থাকতে এখনো বলি,
ভালো হয়ে চল।


আমি না হয় ঘুমিয়ে কাটাবো,
পুরোটা দিন জুড়ে
স্মৃতির কথা স্মরণ হলে,
থাকবি কেমনে দূরে ?


বিকালটা না হয় মজায় কাটাবি
রাতটা কাটাবি কেমনে?
আমি যে, ছিলাম প্রহরী তোর
প্রতিটি দিন - রাতে !


ভাববি যখন আমায় নিয়ে,
পড়বে কী আঁখির জল?
ফেলবি যখন পদতল তোর
চলবি কী একা বল?


বিছানা ছেড়ে উঠবি যখন,
পাবি কী কাউকে পাশে ?
ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে,
ডাকবি কার আশে ?


অর্ডার দিবি কাকে আর !
এটা - ওটা আনতে?
প্রশ্ন করবি কাকে আর তুই ?
উত্তর-টা কী জানতে !


সমস্যায় পড়লে কে করবে তোর,
লোভী মনের সন্ধান
কে করিবে তোর অজ্ঞতার,
জটিল সব সমাধান ?


আমি না হয় দূরেই আছি ,
দূরে - দূরেই থাকবো,
তোর জন্য দরজাটা মোর,
সারাজীবন খোলা রাখবো ।


যখন খুুুুশি চলে আসিস
দ্বার থাকবে খোলা,
প্রথম জীবনে, প্রথম স্মৃতি
যাবোনা কভুও ভোলা !


মনে হলো এই শেষ হলো
আবার করলে শুরু,
আবার নয়, বারবার আমায়,
কষ্ট দিলে শুধু ।


বলেছিলাম তখন কাঁদাইও না বেশি ,
কাঁদাইয়া করিওনা ভুল,
কাঁদতে কাঁদতে পাথর হইলে,
ফুটবে না সেথা ফুল !


Blogger দ্বারা পরিচালিত.