বিজ্ঞাপন

Header ADS

এতো দিবস ! কোনটা রেখে কোনটা পালন করি!!!

ফেব্রুয়ারি মাসের কোন দিন কি দিবস জেনে নিন, আর সিদ্বান্ত নিন আপনি কোনটা পালন করবেন!!


কমন দিবসমূহঃ

ক্রমিক নং
তারিখ
দিবসের ইংরেজি নাম
বাংলায়
     I.      
01/02
Red Rose Day
লাল গোলাপ দিবস
    II.      
08/02
Propose Day
প্রস্তাব দিবস
   III.      
09/02
Chocolate Day
চকোলেট দিবস
   IV.      
10/02
Teddy Day
টেডি বিয়ার দিবস
    V.      
11/02
Promise Day
প্রতিজ্ঞা দিবস
   VI.      
12/02
Kiss Day
চুম্মা দিবস
  VII.      
13/02
Hug Day
কোলাকুলি দিবস
  VIII.      
14/02
Valentine’s  Day
  ভালোবাসা দিবস
   IX.      
15/02
Slap Day
থাপ্পর দিবস
    X.      
16/02
Kick Day
লাথি দিবস
অন্যান্য দিবস (কাল্পনিক !)
   XI.      
17/02
Perfume Day
সুগন্ধি দিবস
  XII.      
18/02
Flirting Day
টুস্কি মারা দিবস
  XIII.      
19/02
Confession Day
স্বীকারোক্তি দিবস
 XIV.      
20/02
Missing Day
নিরুদ্দেশ দিবস
  XV.      
21/02
Break Up Day
ভাঙ্গন দিবস

আন্তর্জাতিক দিবসমূহঃ

ক্রমিক নং
তারিখ
দিবসের ইংরেজি নাম
বাংলায়
a)   
02/02
World Wetlands Day
বিশ্ব জলাভূমি দিবস
b)   
04/02
World Cancer Day
বিশ্ব ক্যান্সার দিবস
c)   
12/02
World Darwin Day 
বিশ্ব ডারউইন দিবস
d)   
14/02
World Valentine’s Day 
বিশ্ব ভালোবাসা দিবস
e)   
15/02
World Child Cancer Day
বিশ্ব শিশু ক্যান্সার দিবস
f)    
20/02
Social Justice Day 
বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস
g)   
21/02
International Mother Language Day
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
h)   
22/02
World Scout Day
বিশ্ব স্কাউট দিবস


বাংলাদেশে পালিত দিবসমূহঃ

v  জাতীয় গ্রন্থাগার দিবস : ০৫ ফেব্রুয়ারি
v  সুন্দরবন দিবস : ১৪ ফেব্রুয়ারি
২০০১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে দিবসটিকে সুন্দরবন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়
v  শহিদ দিবস : ২১ ফেব্রুয়ারি
v  জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস : ২৮ ফেব্রুয়ারি
১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনেড. মোঃ ইব্রাহীম’-এর উদ্যোগে  ”বাংলাদেশ ডায়াবেটিস সমিতি” কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তাই এই দিনটিকে ডায়াবেটিস সচেতনতা তৈরিতে উপজীব্য করা হয়। এছাড়াও প্রতি বছরই ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়।

তথ্যসংগ্রহেঃ লেখক / অভয়া / বি. এম. ইউনুছ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.