বাংলার গ্রামাঞ্চলের কিছু প্রচলিত ছন্দ!
ছন্দ-০১
“ফুল তুমি সুন্দর
ঝরে যেও না,
মানুষকে ভালোবেসে
ভুলে যেও না।”
ছন্দ-০২
আম গাছে আম নাই
জাম গাছে টিয়া,
গতরাতে সপ্ন দেখি
তোমার আমার বিয়া।”
ছন্দ-০৩
আমি তোমার ভালোবাসা
তুমি আমার জান
ভালোবাসার ফুল দিয়ে,
লিখবো তোমার নাম
আমি তোমার ময়নাপাখি
তুমি আমার টিয়া,
তোমার বুকে থাকবো আমি
ভালোবাসা দিয়ে।”
ছন্দ-০৪
ফুল তুমি ফুটে থাকো
লতারি মাঝে,
সময় হলে টেনে নিবো
বুকেরি মাঝে।”
ছন্দ-০৫
আতা গাছে তোতাপাখি
ডালিম গাছে ইউ
আমি তোমায় ভালোবাসি
আই লাভ ইউ।”
ছন্দ-০৬
রানতে বসলাম কাঁচা চুলায়
চোখে গেলো ধুমা
অফিস থেকে আইসা বন্ধু
গালে দিলা চুমা।”
ছন্দ-০৭
আমার হয়ে রইবা বলে
দিয়েছিলে কথা
অন্যের ঘরে গিয়া আমার
মনে দিলা ব্যাথা।”
ছন্দ-০৮
তুমি আসো সপ্ন মাঝে
আমায় দাও ধরা
না পাইলে তোমায় সখা
যাবো আমি মারা।”
ছন্দ-০৯
সপ্ন মাঝে আঁধার ঘরে
পাশে এলে যেই
সপ্তসুখের বন্যাতে গো..
হারিয়েছি খেই।”
ছন্দ-১০
তুমি হয়তো বিদেশ গিয়ে
আছো অনেক সুখে
আমি শুধু কেঁদে যাবো
তোমায় হারানো দুঃখে।”
আমার লেখা ডায়েরি থেকে সংকলিত
কোন মন্তব্য নেই