বিজ্ঞাপন

Header ADS

 বরিশালের কিছু আঞ্চলিক গান । আশা করি গানগুলো আপনাদের খুব ভালো লাগবে....যারা বরিশালকে নিয়ে খুবই আগ্রহী তাদের জন্য এ গানগুলো ।
পড়ুন, গাইতে চেষ্টা করুন আর ভালো লাগলে সবাইকে শেয়ার করুন।

Local Song Of Barisal



                 
গান নং -০১
মোগো ভালবাসার রোং লাগজে দেক তোর গায়
হেই লইগ্গা তোরে এত সুন্দার দেহায়
ঘসলে সাবানে ওডেনা এ রোং ওডে না ছোডায়
বেশী ডলাডলি হরলে এ রোং আরো পোক্ত হয়।।
উপরআলায় হাতে সময় লইয়া বানাইছে কি সুন্দার তোরে
হেই লইগ্গা চান সুরুজ ও মারছে হার তোর রূপের ধারে
মোগো দেলের রং মুন্দিতে দেক পিষসা হরছি লাল
হেই রোঙ্গে তোর রুপের মহল হইছে রং মহল
ওরে পিরিতের এ রোং ওডেনা হাডে
আরে বিয়ায় না টাহায়।।
হায় রঙ্গিলা তোর রুপের ছটায় দিওয়ানা কত নাগর রে
লাগজে এ রং ধোপার গায় ধোপায় বিছরায় এহন ধোপিরে
ওরে রংধনুর রং এ নাই এ রং দোলের রং এ নাই
ফালগুনের মেলা যে মোনে রং এর হোম্মে ঠাহর পাই
ওরে গুন জ্ঞান প্রেমে রাঙে যে মন
এ রোং মেলে হেই জায়গায়।।
কথাঃ বশিরুল হক বাদল
সুরঃ বশিরুল হক বাদল

              গান নং -০২
ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক
ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক
আইজগো অইবে ঢু ঢু খেলা সবাই আইয়া দেক
পুবের কোলায় কাটছি রে কোট
দুই কান্দার বাইশ জনে মোট
উত্তর কান্দা দক্ষিন কান্দার ইজ্জতের লড়াই 
আইজগো মোরা জানের দুষমন এমনেতে ভাই ভাই।
দক্ষিন কান্দার আয়নাল গাজী
খুব পালোয়ান এমনে পাজী
গত খেলায় ধইরয়া মোরে দেল্হে একটা চাপ
আইজগো লমু দেইক্কা অরে
এমন জাতা দিমু, পরে
জোবায় জোবায় ওডবে ব্যাতা কইবে মোরে বাপ
খেলা অইবে বাঘে বাঘে নাই কোন মাপ নাই।।
সুন্দরীরা একটু দুরে
ভুলাইতে চায় চোহের সুরে
আইজগো ওসব থুইয়া আরে মন দিমু খেলায়
জেতলে ওসব এমনেই আছে
মনের মানুস বুহের মাঝে
জিত্তা যাইয়া প্রস্তাব দিমু দেখি কেডা ঠেহায়
খেলা অইবে জান লাগাইয়া আইগো জেতা চাই।।

                গান নং- ০৩
কেমন আছেন তালুই জান মাওই জান আছে কেমন 
আগের মতোন মোগে বাড়ি আন না ক্যে এহন (তালুই জান)
আগের মতোন আন না ক্যে এহন।।
তালই হে কয় কেমমে যামু সামনে মোগো হালের গোন
তের কাডি ধান ভিজাইছি হাইল্লা রাকছি ছয় হাত জন
ছোডডারে হরাইছি বিয়া বউডা জল্লাদের মতোন।।
মোর বুয়ায় কেমন আছে কেমন আছে দুলাবাই
হ্যাগো কাইলগো আইতে কইতেন আনতে যাওয়ার সময় নাই
মুরহা পোলাউ রাইন্ধা থুইছি খাইবেআনে মনের মতোন।।
বড়বুয়ারে দেইক্কা আইছি ফোবরা নাহইল ছিলাইতে
ইলিশ মাছের সালুন আলহে খাইয়া গেছে বিলইতে
মর্জিনার মায়ের ছোচা বিলই জালায়যে জম্মের মতোন।।
বেআইনেরে দেইক্কা আইছি কুড়া খাওয়ায় হাসেরে
আন্ডা বেইচ্চা তিনশো টাহা দেনা দেছে মানষেরে
দুইডা আন্ডা ফাইড্ডা গেছে দেহে কেডা হেই কান্দন।
              
                  গান নং -০৪
তোরে দেকলে কইলজার ভিতরে খাচুর খুচুর করে
আচুক্কা লাফাইয়া উডি স্বপ্নে দেকলে তোরে ।
ওরে ছেমরা তোর ভ্যাগ ভ্যাগ থামা আর জালাইসনা মোরে
গোঞ্জের হাডের মারোকসা তু্ই, চিনি চিনি তোরে।।
আষ্টচালা টিনের ঘরে থাকপি রানী হইয়া
দাসী বান্দী তোর সেবায় থাকপে রে খারাইয়া
আলতা ছোনো, কাতান সারি সবই দিমু তোরে
ওজন মাইপ্পা সোনা দিমু, বিয়া করলে মোরে
জানি জানি মুরোদ রে তোর বাফের হোটেল ছাড়া
নাই ঠিকানা নাইরে কামকাইজ, রাস্তা দেও পাহাড়া
দিনে রাইতে ট ট ছাড়া নাইরে কোন কাম
ভাদাইম্মা তুই, হাঙ্গা গ্রামে করোযে আকাম।
যতই খোচা মারো, তোরে ভোলতে পারি নারে।।
মোর বাফে দেবে মোরে গেরস্তেরি ঘরে
ব্যানে বিয়ালে বাড়ির পাশে ঘোরে যে রায়বারে
কাম কাইজ কর শুরু মোরে যদি চাও
গেরস্তালি কাম কাইজ কইরয়া সোংসারি হও
তোর লইগ্গা সবই পারি দেহিস আইজগো দিয়া
বাড়িরর হগল কাম-কাইজ করমু আমি মন দিয়া
হাল চমু, ধান রুমু, খাডমু যে ব্যগার
টাহা জোমাইয়া তোর বাড়ি পাডামু রায়বার।
তুমিই আমার মনের মানুষ কতা দিলাম তোরে।।
তুমি আমার কইলজার টুকরা ভালোবাসি তোরে
তোরে ছাড়া এই দুন্নইতে মুই বাঁচমুনারে।।

                  গান নং -০৫
মোর উনি চাকরি হরে অপসোনিয়ারে
ব্যানে যায় আর বিয়ালে আয় সাইকেল দিয়া রে।।
বেইন্নাহালে উইট্টা মুই খোপ খোলতে যাই
ফ্যান দিয়া কুড়া মাইক্কা হাস মুরহারে খাওয়াই
উক্কি মাইরয়া দেহি হাসে ডিম পারছে নাহি রে।।
পান্তা ভাত আর টালা মরিচ দুইজনে খাই
উনি যায় সাইকেল লইয়া আমিও কামে যাই
মিল্লা মিসসা কামকাইজ করি মোগো এই সংসারে।।
বই টোহাই, দাউর টোহাই, কুড়াই গাছের পাতা
ছাবি পাইত্তা চিংগইর ধরি শিলাই নকশী খাতা
দোপাইক্কা চুলায় রান্দিবারি, সুহের নাই যে সীমা রে।।

                       গান নং -০৬
মোরে বোলে দেকতে আইবে ভোলাইয়া পোলায়
এত্তোর একটা জেলায় বোলে মোর লইগ্গা পোলা নাই।
মুই কমু এম্মে আয়ো, উনি কইবে কিয়ারে চিরকাও
হাঙ্গা দিন পোটবে প্যানা বরিশাইল্লা ভোলায় (হায়রে)
দিনে রাইতে কাইজ্জা আর কত সওন যায়।।
আগে কইলে সাইজ্জা থাকতাম, আলতা ছোনো মাইক্কা লইতাম
সোমন্দ হইলে আংটি দেবে যে পরাইয়ারে
পয়নামা লইয়া আইবে টেরাং বোঝাই।
হগলডি কয় মুই সুন্দরি রূপের লইগ্গা গর্ব হরি
কত বিলাত ফেরত মোরে বিয়া হরতে চায় (হায়রে)
ভিনদেশে বয় কি বিয়া বরিশাইল্লা মাইয়ায়।।

                        গান নং -০৭
মোরা বরিশালের মানুষ মোগো রসের সীমা নাই
রসোগোল্লায় মোরাই সেরা মোগো হোমান কেউ নাই।
ঘরভরণ আর শশীর মিস্টি প্রিয় যে সবার
নিতাই বলাইর রসোগোল্লা তুলনা নাই তার
হকের রসোগোল্লার সোয়াদ খাইলে ভোলার উপায় নাই।।
নবীন চন্দ্র দাস মসাই রশগোলার জনক
গর্ব তিনি এই বৃহত্তর বরিশালের লোক।
সকাল সন্ধা, গৌরনদী, মন্টু ঘোসের নাম
রসোগেল্লায় তাগো আছে যথেষ্ট সুনাম
রসোগোল্লায় ডুইব্বা থাহি আনন্দের আর সীমা নাই।

কথা ও সুর: জহুরুল হাসান সোহেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.