বিজ্ঞাপন

Header ADS

ইতিহাসের এই দিনে – ৬ই জানুয়ারি

ইতিহাসের এই দিনে – ৬ই জানুয়ারি




বিশেষ দিবস


  • কোন বিশেষ দিবস নেই।

ঘটনাবলী


  • ১৮৩৮ সালের এই দিনে সামুয়েল মোর্স জনসমক্ষে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফের কাজ প্রদর্শন করেন।
  • ১৮৩৮ সালের এই দিনে ইংল্যান্ডে প্রথম ভ্রাম্যমান রেলওয়ে পোস্ট অফিস চালু হয়।
  • ১৯১৬ সালের এই দিনে ব্রিটেনে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করা হয়।
  • ১৯২৯ সালের এই দিনে রাজা আলেকজান্ডারের যুগোস্লাভিয়ার স্বৈরশাসক হিসেবে আত্মপ্রকাশ ঘটে।
  • ১৯৩৯ সালের এই দিনে জার্মান পদার্থবিদ অটোহ্যান নিউক্লিয়ার পদ্ধতি আবিস্কার করেন।
  • ১৯৫০ সালের এই দিনে ব্রিটেন চীনের কমিউনিস্ট শাসনকে স্বীকৃতি দেয়।
  • ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্দু শেখ মুজিুর রহমান মুক্তিলাভ করে।
  • ১৯৭৫ সালের এই দিনে জরুরি ক্ষমতা আইনবলে বাংলাদেশে জনসভা, সমাবেশসহ সকল রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা হয়।
  • ১৯৭৯ সালের এই দিনে মৌসুমি বায়ু পরীক্ষামূলক প্রথম রকেট ‘রোহণী’ উৎক্ষেপণ করে ভারত।

জন্ম


  • ১৩৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় রিচার্ড, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
  • ১৩৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডমুন্ড হল্যান্ড, তিনি ছিলেন ইংরেজ সাহিত্যিক।
  • ১৪১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোন অফ আর্ক, তিনি ছিলেন পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা ও রূপকথাতুল্য এক নেত্রী।
  • ১৭০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক ও কূটনীতিবিদ।
  • ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইনরিশ সচলিয়েমান, তিনি ছিলেন জার্মান প্রত্নতত্ত্ববিদ ও ব্যবসায়ী।
  • ১৮৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্তাভ ডরে, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।
  • ১৮৮৩ সালে এই দিনে সিরীয় ঔপন্যাস্যিক খলিল জিবরান জন্ম গ্রহণ করেছিলেন।
  • ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিস হাভের, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
  • ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকুয়েস ইলুল, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও সমালোচক।
  • ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন মেনার্ড স্মিথ, তিনি ছিলেন ইংরেজ জীববিজ্ঞানী ও জেনেটিসিস্ট।
  • ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ই. এল. ডক্টরও, তিনি ছিলেন আমেরিকান লেখক, নাট্যকার ও অধ্যাপক।
  • ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রলফ মারটিন যিনকেরনাগেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী সুইস ঔষধ আবিস্কারক।
  • ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তরুদিয় স্টাইলর, তিনি ইংলিশ অভিনেত্রী।
  • ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এ আর রহমান, তিনি ভারতীয় জনপ্রিয় সঙ্গীত পরিচালক।
  • ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরিরা শায়ক, তিনি রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান মডেল ও অভিনেত্রী।
  • ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ডি ক্যারল, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু


  • ০৬৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আমর ইবনে আল আস, তিনি ছিলেন আরাবী জেনারেল, রাজনীতিবিদ ও মিশরের গভর্নর।
  • ১৮৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্রেগর ইয়োহান মেন্ডেল, তিনি ছিলেন অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।

  • ১৯১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেয়র্গ কান্টর, তিনি ছিলেন একজন জার্মান গণিতবিদ ও দার্শনিক।
  • ১৯১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোর রুজ্‌ভেল্ট, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬ তম রাষ্ট্রপতি।
  • ১৯৭১ সালে এই দিনে বিখ্যাত জাদুশিল্পী পি সি [প্রতুল চন্দ্র] সরকার মৃত্যুবরণ করেন।
  • ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দিলীপকুমার রায়, তিনি ছিলেন বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক।
  • ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সৎবন্ত সিংহ, তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী ও হত্যাকারী।
  • ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আঙুর বালা, তিনি ছিলেন বাঙালি গায়িকা এবং মঞ্চাভিনেত্রী।
  • ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পাভেল আলেক্সেইয়েভিচ চেরেংকভ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
  • ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুমিতা দেবী, তিনি ছিলেন বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী।
  • ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মনিকায় বর্শা, তিনি ছিলেন ভেনেজুয়েলার মডেল ও অভিনেত্রী ও ২০০৪ মিস ভেনিজুয়েলা।
(সংগৃহীত)

Blogger দ্বারা পরিচালিত.