বিজ্ঞাপন

Header ADS

ইতিহাসের এই দিনে ২১ই জানুয়ারি

ইতিহাসের  এই দিনে ২১ই জানুয়ারিঃ



২১ জানুয়ারি ২০১৮, রবিবার। ০৮ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১ তম (অধিবর্ষে ২২ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৯৬০ - বেগবর্ধক শক্তি আর ওজনশূণ্যতায় সৃস্ট প্রভাব পরীক্ষা করার জন্য প্রথমবারের মতো তিন বছর বয়সী একটি বানর মহাকাশে প্রেরণ।
২০০২ - কানাডিয়ান ডলার, আমেরিকান ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন বিনিময় মূল্য পায় (১ কানাডিয়ান ডলার = ০.৬১৭৯ আমেরিকান ডলার)।
২০০৩ - মেক্সিকোর কোলিমা রাজ্যে ৭.৬ মাত্রার ভূ-কম্পনে ২৯জন নিহত এবং আনুমানিক ১০,০০০ লোক গৃহহীন হয়ে পড়ে।
২০০৫ - বেলাইজের বেলমোপান এলাকায় সরকারের নতুন করনীতির প্রতিবাদে দাংগা ছড়িয়ে পড়ে।
২০০৮ - কালো সোমবার হিসেবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রতিষ্ঠিত। এফটিএসই ১০০-এর সূচক একদিনে সবচেয়ে বড় পতন ঘটে। 
জন্ম
১৯৫৩ - পল অ্যালেন, মার্কিন ব্যবসায়ী এবং মাইক্রোসফট -এর সহপ্রতিষ্ঠাতা।
১৯৫৬ - জিনা ডেভিস, একজন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং প্রাক্তন ফ্যাশন মডেল।
১৯৮৬ - সুশান্ত সিং রাজপুত, ভারতীয় অভিনেতা।
মৃত্যু
১৭৩৩ - বার্নার্ড ম্যান্ডেভিল, ছিলেন একজন অ্যাংলো-ডাচ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং ব্যাঙ্গ রচয়িতা।
১৯২৪ - ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ (ছদ্মনাম লেনিন) তত্কালীন সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ।
১৯৪৫ - রাসবিহারী বসু, ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক। 
১৯৫০ - জর্জ অরওয়েল, এক কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক।

মিক্সারঃ
১৭৩৭ সালের এই দিনে পূর্ব ভারতের বঙ্গোপসাগরে ভয়াবহ প্রাণঘাতি ঝড় তুফানে তিন লক্ষ মানুষ প্রাণ হারায়।
১৭৬২ সালের এই দিনে ইংল্যান্ড ও স্পেনের যুদ্ধ শুরু।
১৭৯৩ সালের এই দিনে জানুয়ারিতে ফরাসী সম্রাট ষোড়শ লুঁইকে শুলে চড়িয়ে হত্যা করা হয়।
১৮৪৬ সালের এই দিনে চার্লস ডিকেন্স সম্পাদিত ‘দি ডেইলি নিউজ’ প্রথম প্রকাশিত হয়।
১৮৯৯ সালের এই দিনে ওপেলের অটোমোবাইল তৈরি শুরু।
১৯০১ সালের এই দিনে টেলিফোনের উদ্ভাবক ইলিশা গ্রের মৃত্যু।
১৯২৪ সালের এই দিনে রুশ বিপ্লবের মহান নেতা ও মার্কসবাদের অন্যতম রূপকার ভ্লাদিমির ইলিচ লেনিন মৃত্যুবরণ করেন।
১৯৩০ সালের এই দিনে কথাসাহিত্যিক সুচরিত চৌধুরী জন্মগ্রহন করেন।
১৯৩৬ সালের এই দিনে রাজা অষ্টম এডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৯৪৯ সালের এই দিনে চীনের প্রেসিডেন্টের পদ থেকে চিয়াং কাই শেকের পদত্যাগ।
১৯৫০ সালের এই দিনে কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক জর্জ অরওয়েল মৃত্যুবরণ করেন।
১৯৫৪ সালের এই দিনে পারমাণবিক শক্তিচালিত প্রথম মার্কিন জাহাজ নটিলাস সাগরে ভাসে।
১৯৫৬ সালের এই দিনে মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং প্রাক্তন ফ্যাশন মডেল জিনা ডেভিস জন্মগ্রহণ করেন।
১৯৬০ সালের এই দিনে বেগবর্ধক শক্তি আর ওজনশূণ্যতায় সৃস্ট প্রভাব পরীক্ষা করার জন্য প্রথমবারের মতো তিন বছর বয়সী একটি বানর মহাকাশে প্রেরণ।
১৯৬৫ সালের এই দিনে ইরানের প্রধানমন্ত্রী হাসান আলী মনসুর তেহরানে অজ্ঞাতনামা গুপ্তঘাতক কর্তৃক নিহত হন।
১৯৬৮ সালের এই দিনে উত্তর কোরিয়ার ৩১ কমান্ডো কর্তৃক দক্ষিণ কোরিয়ার প্রসিডেন্ট প্রাসাদে হামলা। মুখোমুখি বন্দুকযুদ্ধে একজন ছাড়া এদের সবাই নিহত। এ সময় সংঘর্ষে দক্ষিণ কোরিয়ার নিহত হয় ৩৪ জন।
১৯৭০ সালের এই দিনে ইরাকে অভ্যুত্থান চেষ্টা নস্যাৎ। ১২ জনকে হত্যা।
১৯৭২ সালের এই দিনে মনিপুর, মিজোরাম ও ত্রিপুরা ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয়।
১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ মুজিবুর রহমানকে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়।
১৯৭৬ সালের এই দিনে লন্ডন-বাহরাইন এবং প্যারিস-রিওর মধ্যে ফ্লাইট চলাচলের মধ্য দিয়ে কনকর্ডের বাণিজ্যিক উড্ডয়ন শুরু।
১৯৯১ সালের এই দিনে কৃষকনেতা ও লেখক আবদুল্লাহ রসুল ইন্তেকাল করেন।
১৯৯৩ সালের এই দিনে চিত্রতারকা অড্রে হেপবার্ন মৃতুবরণ করেন।
১৯৯৬ সালের এই দিনে ইয়াসির আরাফাত ফিলিস্তিনি প্রেসিডেন্ট নির্বাচিত।
১৯৯৭ সালের এই দিনে সৌদি আরব থেকে বিতাড়িত ৯১২ বাংলাদেশীর দেশে প্রর্তাবর্তন।
২০০২ সালের এই দিনে কানাডিয়ান ডলার, আমেরিকান ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন বিনিময় মূল্য পায়।(১ কানাডিয়ান ডলার = ০.৬১৭৯ আমেরিকান ডলার)
২০০৩ সালের এই দিনে মেক্সিকোর কোলিমা রাজ্যে ৭.৬ মাত্রার ভূ-কম্পনে ২৯জন নিহত এবং আনুমানিক ১০,০০০ লোক গৃহহীন হয়ে পড়ে।
২০০৫ সালের এই দিনে বেলাইজের বেলমোপান এলাকায় সরকারের নতুন করনীতির প্রতিবাদে দাংগা ছড়িয়ে পড়ে।
২০০৮ সালের এই দিনে কালো সোমবার হিসেবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রতিষ্ঠিত। এফটিএসই ১০০-এর সূচক একদিনে সবচেয়ে বড় পতন ঘটে। ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলো ১১ সেপ্টেম্বর, ২০০১-এর পর সবচেয়ে খারাপ করে শেষ হয়। এশিয়ার শেয়ার মার্কেটগুলোর সূচক ১৪% কমে যায়।
তথ্যসূত্রঃ
  • উইকিপিডিয়
  • বাংলা নিউজ পেপার
  • বাংলাপিডিয়া
সংগ্রহে ঃ লেখক ( অভয়া)
Blogger দ্বারা পরিচালিত.