ইতিহাসের এই দিনে ২২ই জানুয়ারি
ইতিহাসের এই দিনে ২২ই জানুয়ারিঃ
ঘটনাবলী
- ১৭৭১ - ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।
- ১৯০৫ - রাশিয়ার প্রথম বিপ্লবের সূচনা হয়েছিল।
- ১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
- ১৯৫৭ - সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার।
- ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।
জন্ম
- ১৫৬১ - ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।
- ১৭৮৮ - লর্ড বায়রন, অ্যাংলো-স্কটিশ কবি।
- ১৯০৯ - ইউ থান্ট, বার্মায় জন্মগ্রহণকারী জাতিসংঘের ৩য় মহাসচিব।
- ১৯৩৮ - আলতেয়ার, ব্রাজিলীয় ফুটবলার।
- ১৯৭৭ - হিদেতোশি নাকাতা, জাপানী ফুটবলার।
মৃত্যু
- ১৬৬৬ - সম্রাট শাহজাহান, পঞ্চম মোঘল সম্রাট।
- ১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।
- ১৯০১ - ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়া।
- ১৯৭৩ - লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।
- ২০১০ - বেটি উইলসন, অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
অন্যান্য খবরঃ
১৫৬১ সালের এই দিনে ইংরেজ দার্শনিক ফ্রান্সিক বেকন জন্মগ্রহণ করেন। ১৬৬৬ সালের এই দিনে মোগল সম্রাট শাহজাহান ইন্তেকাল করেন। ১৭৬০ সালের এই দিনে ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু। ১৭৭১ সালের এই দিনে স্পেন ব্রিটেনের কাছে ফকল্যান্ড দ্বীপের অধিকার ছেড়ে দেয়। ১৭৮৮ সালের এই দিনে অ্যাংলো-স্কটিশ কবি লর্ড বায়রন জন্মগ্রহণ করেন। ১৮৭৩ সালের এই দিনে খ্যাতিমান সাংবাদিক ও লেখক মৌলভী মজিবুর রহমান খাঁ জন্মগ্রহন করেন। ১৮৭৫ সালের এই দিনে মার্কিন চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ডেভিড ওয়ার্ক গ্রিফিথ জন্মগ্রহন করেন। ১৮৭৯ সালের এই দিনে ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন। ১৮৯৭ সালের এই দিনে কবি, গায়ক, সুরকার ও লেখক দিলীপ কুমার রায় জন্মগ্রহন করেন। ১৯০০ সালের এই দিনে টেলিপ্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এ্যাডওয়ার্ড হিউজ মৃত্যুবরণ করেন। ১৯০১ সালের এই দিনে ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়া মৃত্যুবরণ করেন। ১৯০৫ সালের এই দিনে রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।
১৯০৯ সালের এই দিনে বর্মী কূটনীতিবিদ এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব মহা থ্রায় সিথু উ থান্ট জন্মগ্রহন করেন। ১৯২৭ সালের এই দিনে লন্ডনে ফুটবল প্রতিযোগিতার প্রথম ধারভাষ্য প্রচারিত হয়। ১৯৩৮ সালের এই দিনে ব্রাজিলিয়ান ফুটবলার আলতেয়ার জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালের এই দিনে মরমী সঙ্গীতশিল্পী উমা বসু হাসি মৃত্যুবরণ করেন। ১৯৫৭ সালের এই দিনে সিনাই উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়। ১৯৬৩ সালের এই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাউয়ার প্যারিসে “ফ্রান্স- জার্মানি সহযোগিতা চুক্তি” স্বাক্ষর করেন। ১৯৬৮ সালের এই দিনে মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.) ইন্তেকাল করেন। ১৯৭৩ সালের এই দিনে নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়। ১৯৭৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন মৃত্যুবরণ করেন। ১৯৭৭ সালের এই দিনে জাপানী ফুটবলার হিদেতোশি নাকাতা জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালের এই দিনে ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হয়। ১৯৯১ সালের এই দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়। ১৯৯৮ সালের এই দিনে হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন এবং পি এলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালের এই দিনে দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু।
তথ্যসূত্রঃ
১. বাংলা নিউজ পেপার,
২. উইকিপিডিয়া,
৩. (A to Z), জানার আছে অনেক কিছু