বিজ্ঞাপন

Header ADS

ইতিহাসের এই দিনে – ৪ঠা জানুয়ারি।

ইতিহাসের এই দিনে – ৪ঠা জানুয়ারি




বিশেষ দিবস


  • কোন বিশেষ দিবস নেই।

ঘটনাবলী

*** ৪৬  খ্রীস্টপূর্বাব্দ – টিটাস ল্যাবিয়েনাস রক্তক্ষয়ী রুসপিনার যুদ্ধ এ জুলিয়াস সিজারকে পরাজিত করেন।
  • ০৮৭১ সালের এই দিনে রীডিং এর যুদ্ধ এ – ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।
*** ১০৬৬ - হেস্টিংসের যুদ্ধ
  • ১৪৯৩ সালের এই দিনে কলম্বাস আমেরিকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেন।
  • ১৬৪২ সালের এই দিনে ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমন করে।
  • ১৭৬২ সালের এই দিনে ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৭৭৭ সালের এই দিনে আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
  • ১৮৪৭ সালের এই দিনে স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।
  • ১৮৬১ সালের এই দিনে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত ‘মেঘনাদ বধ’ মহাকাব্য প্রকাশিত হয়।
  • ১৮৭৭ সালের এই দিনে বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন।
  • ১৮৮৫ সালের এই দিনে প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।
  • ১৯০৬ সালের এই দিনে প্রচন্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।
  • ১৯০৮ সালের এই দিনে জেফ-এর মুলাই হাফিদ নিজেকে মরক্কোর সুলতান বলে ঘোষণা দেন।
  • ১৯২৯ সালের এই দিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।
  • ১৯৩২ সালের এই দিনে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসকে অবৈধ ঘোষণা করে।
  • ১৯৩৪ সালের এই দিনে ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।
  • ১৯৪৭ সালের এই দিনে দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।
  • ১৯৪৮ সালের এই দিনে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।

*** ১৯৪৮ সালের এই দিনে সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
*** ১৯৫১ সালের এই দিনে কোরিয়ার যুদ্ধে চীন এবং উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।
*** ১৯৭১ সালের এই দিনে জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
*** ১৯৭২ সালের এই দিনে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর আনুষ্ঠানিক গোড়াপত্তন হয়।
*** ১৯৯০ সালের এই দিনে পাকিস্তানের সাঙ্গিতে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্গটনায় ৩০৭ জন নিহত হয়।
  • ১৯৯০ সালের এই দিনে বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।
  • ১৯৯৭ সালের এই দিনে ইউরোপে প্রচন্ড শৈত্য প্রবাহে ২২৫ জন মৃত্যুবরণ করে।
  • ১৯৯৯ সালের এই দিনে ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।
  • ২০০৪ সালের এই দিনে মঙ্গল গ্রহে নাসা প্রেরিত ‘স্পিরিট’ অবতরণ করে।
*** ২০১০ - কেপলার-৪ নামের ১৬৩১ আলোকবর্ষ দূরের নক্ষত্র আবিষ্কার।

জন্ম

  • ১০৭৭ সালের এই দিনে চীনের সম্রাট ঝেজংয়ে জন্মগ্রহণ করেন।
  • ১৬৪৩ সালের এই দিনে বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক, ইংরেজ গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, উদ্ভাবক ও দার্শনিক স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন।
  • ১৭১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিওভানি বাটিস্টা পের্গলেসী, তিনি ছিলেন ইতালীয় সুরকার, বেহালাবাদক ও অর্গানবাদক।
  • ১৭৮৫ সালে এই দিনে গ্রিম ভ্রাতৃদ্বয়ের বড় ভাই জ্যাকব গ্রিম, তিনি ছিলেন জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।
  • ১৮০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুই ব্রেল, তিনি ছিলেন ফরাসি শিক্ষাব্রতী, উদ্ভাবিত ব্রেইল।
  • ১৮১৩ সালের এই দিনে শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান জন্মগ্রহন করেন।
  • ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস সাউরা, তিনি ছিলেন স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার।
  • ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাও শিংশিয়ান, তিনি নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী একজন চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক ও অনুবাদক।
  • ১৯৪০ সালের এই দিনে নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং অনুবাদক গাও শিংশিয়ান জন্মগ্রহন করেন।
  • ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ান ডেভিড জোসেফসন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ওয়েলশ পদার্থবিদ।
  • ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড রয়েস শ্রক‌, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
  • ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খোন্দকার আশরাফ হোসেন, তিনি ছিলেন বাংলাদেশের একজন কবি ও সাহিত্য সমালোচক।
  • ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গি ফোর্জে, তিনি আশির দশক ও নব্বইয়ের দশকের একজন কৃতি ফরাসি টেনিস খেলোয়াড়।
  • ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডমিনিক হরবাটয়, তিনি স্লোভাকিয়ান টেনিস খেলোয়াড়।
  • ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস মিলনার, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টনি ক্রুস, তিনি জার্মান ফুটবলার।

মৃত্যু

  • ০৮৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইমাম হাসান আসকারি (আ.), তিনি ছিলেন সৌদি আরবের ১১ তম ইমাম।
  • ১২৪৮ সালের এই দিনে পর্তুগালের রাজা দ্বিতীয় স্যাংচো মৃত্যুবরণ করেন।
  • ১৭৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গাব্রিয়েল ক্রেমার, তিনি ছিলেন সুইস গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
  • ১৯১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ভন হেরটলিং, জার্মান অধ্যাপক, রাজনীতিবিদ ও জার্মান সাম্রাজ্যের ৭ম চ্যান্সেলর।
  • ১৯৩১ সালের এই দিনে রাজনীতিবিদ ও খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী ইন্তেকাল করেন।
  • ১৯৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অঁরি-লুই বর্গসাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি দার্শনিক।
  • ১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবেয়ার কামু, তিনি ছিলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক।
  • ১৯৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এরভিন শ্রোডিঙার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান পদার্থবিদ।
  • ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাস স্টেয়ার্ন্‌স এলিয়ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বংশোদ্ভূত ইংরেজ কবি, নাট্যকার ও সমালোচক।
  • ১৯৮৩ সালের এই দিনে রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাগর সেন পরলোকগমন করেন।
  • ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাহুল দেব বর্মন, তিনি ছিলেন প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক।
  • ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আখতারুজ্জামান ইলিয়াস, তিনি ছিলেন বাংলাদেশী কথাসাহিত্যিক।
*** ১৯৯৮ - রাহুল দেব বর্মন, প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক।
  • ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিনও ড্যানিয়েলে, তিনি ছিলেন ইতালীয় গায়ক, গীতিকার ও গিটার।
ছুটি ও  অন্যান্য
  • স্বাধীনতা দিবস : মায়ানমার (১৯৪৮)।

(সংগৃহীত)



Blogger দ্বারা পরিচালিত.