বিজ্ঞাপন

Header ADS

ইতিহাসের এই দিনে – ২১শে ফেব্রুয়ারি

ভাষা শহীদ

বিশেষ দিবস

ঘটনাবলী

  • ১৬১৩ সালের এই দিনে মস্কোর যাজকের পুত্র মিখাইল রোমানভ রাশিয়ার জার নির্বাচিত হন।
  • ১৭৯৫ সালের এই দিনে নেদারল্যান্ডসোর ব্রিটেনের কাছে সিলন (বর্তমান শ্রীলঙ্কা) হস্তান্তর করা হয়।
  • ১৮৪৮ সালে এই দিনে কার্ল মার্ক্স কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন।
  • ১৯০১ সালের এই দিনে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • ১৯১৬ সালের এই দিনে প্রথম মহাযুদ্ধে জার্মান ও ফরাসী সেনাদের মধ্যে ভার্দুনের রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়।
  • ১৯২০ সালের এই দিনে বৃটেনের ষড়যন্ত্র ও হস্তক্ষেপকামী নীতির অব্যাহত ধারায় রেজা খান নামের একজন নিচু পর্যায়ের সেনার নেতৃত্বে ইরানে সেনা-অভ্যুত্থান ঘটানো হয়।
  • ১৯২১ সালের এই দিনে ব্রিগেডিয়ার রেজা খান কর্তৃক সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ইরান সরকার উৎখাত হয় পরে রেজা খান রেজা শাহ উপাধি ধারণ করেন।
  • ১৯৪৬ সালের এই দিনে বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।
  • ১৯৫২ সালের এই দিনে ব্রিটেনে পরিচয়পত্র বিলুপ্ত হয়।
  • ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে ঢাকায় আবুল বরকত, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, আবদুল জব্বার প্রমুখ শহীদ হন।
  • ১৯৫৮ সালের এই দিনে মিশর ও সিরিয়ার জনগণ এক গণভোটে ঐক্যবদ্ধ রাষ্ট্রজোট হিসেবে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠনের পক্ষে রায় দেন।
  • ১৯৫৮ সালের এই দিনে গণভোটে সংযুক্ত আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন নাসের।
  • ১৯৭২ সালের এই দিনে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন চীনে সফর করেন।
  • ১৯৮৩ সালের এই দিনে চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরানী মুজাহিদরা দক্ষিণ পশ্চিম ইরান থেকে খায়বার শীর্ষক অভিযান শুরু করে।
  • ২০০০ সালের এই দিনে বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

জন্ম

  • ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরিক ডাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ প্রাণরসায়নী।
  • ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেডেলিন রেনাউদ, তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী।
  • ১৯০৭ সালের এই দিনে এ্যাংলো মার্কিন কবি ও সমালোচক ডাব্লিউ এইচ অডেন জন্ম গ্রহণ করেন।
  • ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেইকে কামারলিং ওনেস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ।
  • ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোবিন্দ হালদার, তিনি ছিলেন বাঙালি গীতিকার।
  • ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ব্যাক, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
  • ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডেরিক বান্টিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান চিকিৎসক।
  • ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল স্লেটার, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যামেন মলনয়, তিনি ছিলেন আইরিশ অভিনেতা।

মৃত্যু

  • ১৬৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বারুক স্পিনোজা, তিনি ছিলেন একজন ওলন্দাজ দার্শনিক।
  • ১৯১৯ সালের এই দিনে জার্মানির মিউনিখে বেভারিয়ান প্রধানমন্ত্রীর কূট রিজানার আততায়ীর হাতে নিহত হন।
  • ১৯৪১ সালের এই দিনে ইনসুলিনের আবিষ্কারক স্যার ফ্রিডরিখ গ্র্যান্ট ব্যান্টিং বিমান দুর্ঘটনায় নিহত হন।
  • ১৯৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আব্দুস সালাম, রফিক, বরকত, জব্বার, তারা ছিলেন ভাষা আন্দোলনের শহীদ।
  • ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডানকান এডওয়ার্ডস, তিনি ছিলেন একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।
  • ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাতীয়তাবাদী নিগ্রো নেতা ম্যালকম নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।
  • ১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যার হাওয়ার্ড ফ্লোরি, তিনি ছিলেন নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।
  • ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিখাইল আলেক্সান্দ্রোভিচ শলোখভ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক।
  • ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেরট্রুডে বেললে এলিওন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও ফার্মাকোলজিস্ট।
তথ্যসূত্রঃ
১. ইন্টারনেট
২. উইকিপিডিয়া
৩. বাংলাপিডিয়া

তথ্য্যসংগ্রহেঃ 
লেখক ও সম্পাদক/ অভয়া

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.